বগুড়ার ধুনটে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিমগাছী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিকেলে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত এলাকায় দলীয় পরিচয়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে নিমগাছী এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা কামরুল ইসলাম ও তার সহযোগী চিকাশী গ্রামের নান্নু মিয়াকে গ্রেফতার করে।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান জানান, কামরুল ইসলাম সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।