ভারত -পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত কয়েকদিন ধরে একের পর ঘটনাক্রম যেভাবে এগিয়েছে। তাতে কাদা ছোঁড়াছুড়ি চূড়ান্ত পর্যায়ে এগিয়েছে। প্রথমে ভারতীয় সেনাদের উপর হামলা, তারপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। সেই স্ট্রাইক সত্যি না মিথ্যা তা নিয়ে একের পর এক মন্তব্য।
এরই মধ্যে ভারতীয় বিমানসেনার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়া এবং তারপর তার দেশে ফেরা। এই নিয়ে ইমরান খান যেভাবে পাকিস্তানের নয়া ভাবমূর্তি তুলে ধরেছেন তাতে মুগ্ধ তার একসময়ের সতীর্থ ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম আগেই বলেছিলেন ভারত-পাকিস্তান যা সম্পর্ক দাঁড়িয়েছে তাতে আর রক্তক্ষরণ কাঙ্খিত নয়। তিনি বলেছিলেন দু‘দেশের শত্রুই এক।
এরপর তিনি আবারও টুইট করেছেন। এটা আবার ইমরানের টুইটের পর। ভারতের সঙ্গে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করছেন তাতে অনেকেই ইমরানের নোবেল শান্তি পুরস্কারের জন্য দাবী করেছিলেন। তার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন এটা তার নয়, তিনি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হতে পারেন না।
এরপর ফের একবার ইমরানের প্রশংসায় মেতেছেন ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, দেশ এক নতুন পথে পা রেখেছে কারণ নেতৃত্ব দিচ্ছেন তিনি।