অবশেষে সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

বিশ্বখ্যাত সার্জন ভারতের ডা. দেবী শেঠি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ডা. দেবী শেঠির পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা। সিঙ্গাপুর নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন বিএসএমএমইউয়ের কতৃপক্ষ।

ডা. দেবী শেঠি জানান, ওবায়দুল কাদেরের ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া নাকে ও মুখে লাগানো নল খুলে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতের এই চিকিৎসক আজ সোমবার একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর তিনি সরাসরি ডি ব্লকের কার্ডিওলজি বিভাগে ওবায়দুল কাদেরকে দেখতে প্রবেশ করেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার চিন্তা করা হলেও পরে সেখান থেকেই ঢাকায় আসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top