যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে শিশুসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই আলাবামা ও জর্জিয়ার বিভিন্ন অংশে টনের্ডোর আঘাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর এএফপির।
আলাবামার শেরিফ জেই জোন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকে জানান, আমরা এখনো ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করছি। লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রথমবার টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। শেরিফ জোন্স এ টর্নেডোকে ‘সর্বনাশা’ বলে উল্লেখ করেছেন।
টর্নেডোয় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কেউ নিখোঁজ কি না তার খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ ।