পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধপ্রস্তুতি অব্যাহত রেখেছে। গত শনিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়া দিয়েছে। অন্য দিকে অধিকৃত জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছের এলাকাগুলোতে সতর্কতা কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এ দিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের সেনাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কারণ তিনি পুরনো মডেলের মিগ-২১ জঙ্গিবিমান পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমানের মোকাবেলা করতে পাঠিয়েছেন। এ দিকে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতের সাথে তার দেশের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাবে পাকিস্তান। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও ডন নিউজ এর।
কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাঁচ দিন ধরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলিবিনিময় হওয়ায় সতর্কতা বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ ছাড়া জম্মু ও কাশ্মিরের রাজ্য সরকার নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসরত বাসিন্দাদের জীবন রক্ষায় ৪০০ বাংকার নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে। গত শনিবার অধিকৃত কাশ্মিরের পুঞ্চ এবং রাজৌরি এলাকায় এসব ৪০০ বাংকার তৈরির পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। অন্য দিকে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড গত শনিবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়া দিয়েছে একটি মাঠে। মহড়া চলাকালে লাইভ ফায়ার অনুশীলন করা হয়। ভারতের পত্রিকা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে তা অবশ্য পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল ভারী অস্ত্রসজ্জিত যেকোনো সাঁজোয়া যান ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বাহিনী এই মহড়া দিলো।