তামিমের রেকর্ডে ভাগ বসালেন সৌম্য

নিউজিল্যান্ডের কাছে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৪ বলে সেঞ্চুরি করে ১৪৯ রানে আউট হন সফরকারী বাংলাদেশ দলের বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরিতে দেশের আরেক ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের পাশে বসলেন সৌম্য। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিমও। তাই টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তামিম-সৌম্য।

তৃতীয় দিন শেষে ৩৯ রানে অপরাজিত ছিলেন সৌম্য। চতুর্থ দিন প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের ১৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এই সেশনে ৮৪ রান তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২১টি চার ও ৫টি ছক্কায় ১৭১ বলে ২৫৫ মিনিট ক্রিজে থেকে ১৪৯ রানের নান্দনিক ইনিংস খেলে থামেন সৌম্য। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন তিনি। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে পঞ্চম উইকেটে ২৩৫ রানের জুটিও গড়েন সৌম্য। যা নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রান করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৫/১৬ মৌসুমে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top