হ্যামিল্টনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সাবধানী সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু শতরানের কাছাকাছিতে এসে আবারো বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। বাংলাদেশ ২৫ ওভার খেলে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১০৯ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল (৬৩)। তার সাথে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন।
এর আগে সাদমান ৩৭ ও মুমিনুল হক ৮ রান করে আউট হন। নিউজিল্যান্ডের ওয়াগনার ও বোল্ট একটি করে উইকেট লাভ করেন।
এর আগে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে কিউইরা। কেন ২০০ রান করার পর ইনিংস ঘোষণা করে তারা। ফলে প্রথম ইনিংসে তাদের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ৭১৫। কেন উইলিয়ামসন টেস্ট তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পথে বাউন্ডারি মেরেছেন ১৯টি। উইলিয়ামসন ছাড়াও সেঞ্চুরি করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল (১৩২) ও টম ল্যাথাম (১৬১)। হাফ সেঞ্চুরি করেছেন গ্র্যান্ডহোমে (৭৬) ও নিকোলস (৫৩)।
বাংলাদেশের পক্ষে সৌম্য ও মিরাজ দুটি করে এবং ইবাদত ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট লাভ করেন।