ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও ঘায়েল ভারত

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইএসএফের মিরেজ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরাইলের তৈরি ‘স্পাইস ২০০’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তা সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। আকাশযুদ্ধে তারা দুটি বিমান হারিয়েছে, এক পাইলট পাকিস্তানের হাতে বন্দি হয়েছে। তাছাড়া মঙ্গলবার পাকিস্তানে হামলা চালিয়ে ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল ভারত। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার পাকিস্তান অবস্থিত কথিত সন্ত্রাসী শিবিরের ওপর এ হামলা চালানো হয়েছিল। ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ‘স্পাইস ২০০’ ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন এক হাজার কিলোগ্রাম।

এ ছাড়া, এতে জিপিএসভিত্তিক দিক-নির্দেশনা ব্যবস্থা আগেই বসিয়ে দেয়া হয়েছিল। জ্যাম করার ব্যবস্থা ঠেকানো এবং লক্ষ্যভ্রষ্ট প্রতিহত করার প্রযুক্তিও এতে বসানো আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top