ফের মা হতে চলেছেন করিনা কাপুর? রাস্তাঘাটে যে ভাবে ক্যামেরায় তিনি ধরা পড়েছেন, দেখে তো তেমনই মনে হচ্ছে! সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর কিছু ছবি যেখানে অভিনেত্রীকে দেখে গর্ভবতী বলেই মনে হচ্ছে সকলের। তবে সূত্র মারফত জানা গিয়েছে আসলে ‘গুড নিউজ’ ছবির শুটিং করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর নকল ‘বেবি বাম্প’-এর ছবি ভাইরাল হয়েছে। ছবিতে করিনাকে ধূসর পাজামা এবং টি-শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে সাদা-কালো স্ট্রাইপের কিমোনো পরেছিলেন তিনি। ছবিতে যদিও দেখা যাচ্ছে পাপারাজ্জির ক্যামেরায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী নিজের কাজ করে চলেছেন। করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবির বিষয়বস্তু সারোগেসি যেখানে করিনা ছাড়াও অক্ষয় কুমার, কিয়ারা আদবানী ও দিলজিত দোসাঁঝ অভিনয় করছেন।