ঝিনাইদহে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
আজ বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের থানাপাড়ার একটি বাসা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, থানাপাড়ার একটি বাসায় স্বামী ও স্ত্রীর লাশ রয়েছে এমন খবরে সেখানে যায় পুলিশ। পরে ঘরের দরজা ভেঙ্গে বিছানায় থাকা স্ত্রী রেবা রাণী ও ঝুলন্ত অবস্থায় স্বামী শৈলেন দেবনাথের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাঁচামাল ব্যবসায়ী শৈলেন দেবনাথ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দেনা ছিল। এ নিয়ে রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।