শীতের বিদায় লগ্নে বসন্তের শুরুতে সিরাজগঞ্জের তাড়শে অসময়ে হঠাৎ শিলা বৃষ্টিতে রবিশস্যসহ বিভিন্ন জাতের ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, বুধবার বিকেলে উপজেলার তালম, দেশীগ্রাম, বারুহাস ও মাধাইনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড় ও প্রবল শিলাবৃষ্টি। ঘন্টাব্যাপী শিলা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে উঠতি রবিশস্যে গম, ভুট্টা, পিয়াজ, রসুন, আলু, ক্ষিরাসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। প্রবল শীলের আঘাতে আধা কাচা বাড়ির ক্ষতি এবং কৃষকের বাড়ির ঘরের টিনের ছাউনি ছিদ্র হয়েছে। ঝড়ে গেছে আম ও লিচুর মুকুল।
স্থানীয় কৃষক আব্দুল লতিফ, শাহিন আলম জানান, বুধবার দুপুরের পর হঠাৎ বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বড় বড় শিল পাথর, এতো বড় বড় শিল আর কখনো পড়তে দেখি নাই।
এবিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার তালম ও দেশীগ্রাম ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া অসময়ের শিলা বৃষ্টিতে কৃষকের ক্ষতি হয়েছে।