নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাবাজার এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। এঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মেরি এন্ডারসনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের (৫০) ও অপরজনের নাম আলী হোসেন (৫০) বলে জানা গেছে। এ ঘটনায় আহত শুভ বাড়ৈ (৪০), মিম আক্তার (১৮) ও আয়েশাকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজার এলাকায় নারায়ণগঞ্জগামী ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন।
এ সময় গাড়িতে থাকা আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মঈনুল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আনন্দ পরিবহন ও তার চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।