পাকিস্তানের মাটিতে হামলা ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কথা বলেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি মঙ্গলবারই বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে টেলিফোনে কথা বলেন। এ সময় কুরেশি বলেন, রাজনৈতিক ও নির্বাচনী টার্গেটের কারণেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে ভারত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতের এ পদক্ষেপ ছিল খুবই নিন্দনীয় এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র তার প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা করেন কুরেশি।
তিনি এ সময় পম্পেওকে ভারতের এলওসি লঙ্ঘনের বিষয়টি জানিয়ে বলেন, বিষয়টি পাকিস্তানের সরকার, পার্লামেন্ট ও জনগণের আবেগকে আঘাত করেছে। কুরেশি বলেন, আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই। কিন্তু আমরা আমাদের স্থিতিশীলতার সাথে কোনো ধরনের আপস করতে পারবো না।
পম্পেওকে তিনি আরো জানান, তারা নয়াদিল্লির এ পদক্ষেপের ব্যাপারে ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে জানিয়েছেন। তিনি এ-ও জানান যে, পাকিস্তান শীঘ্রই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের এ হামলার কারণে আফগানিস্তানে যৌথ শান্তি প্রচেষ্টা ব্যাহত হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানান।
মঙ্গলবার সকালেই পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর তার অফিসিয়াল টুইটে ভারতের এ আকাশসীমা লঙ্ঘনের কথা জানান। এবং তিনি জানান, পাকিস্তান বাহিনীর ধাওয়া খেয়ে তারা খুব দ্রুতই ফিরে যায়।
মঙ্গলবার সকালেই কুরেশি এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান বিষয়টি নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সাথে আলোচনা করছে।