কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমদাদ খুনকার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার আদাবাড়িয়া চচুয়া বিলের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ইমদাদ খুনকার একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত ইমদাদ খুনকার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার করিমপুর গ্রামের মৃত রাফিউদ্দিন খুনকার ওরফে কটার ছেলে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, রাতে পুলিশের কাছে খবর আসে উপজেলার আদাবাড়িয়া চচুয়া বিলের পাশে দুই দল মাদক কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য কর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক কারবারি ইমদাদ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।