বর্তমান সরকার শ্রমবান্ধব : মেনন

শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা সহজ হতো বলে মন্তব্য করেছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাজীবন শ্রমিক রাজনীতি করলেও শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে পারিনি উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ঐক্যবদ্ধ কোনো আন্দোলনই বৃথা যায়না। শ্রমিকের ঘামেই আজ সমাজ ও রাষ্ট্র উন্নতির শিখড়ে পৌছাচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে শ্রমিকদের জীবনমান আরো উন্নত হতো। বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার একাদশ জাতীয় নির্বাচনে শ্রমবান্ধব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

মহান মুক্তিযুদ্ধে শ্রমিক-কর্মচারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মেনন বলেন, নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি। এসময় শ্রমিক-কর্মচারীদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে আজ কালো ধোয়া। এরজন্য শ্রমিক ও ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। অবহেলিত নির্মাণ শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য তিনি বর্তমান সংসদে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া তুলে ধরার অভিমত প্রকাশ করেন।

ইনসাব’র সভাপতি মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top