ভারত-পাকিস্তানের সম্পর্ক খুবই বিপজ্জনক : ট্রাম্প

ভারত অধিকৃত কাশ্মিরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ও বিদ্যমান সম্পর্কে খুবই বিপজ্জনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে নিজের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে শুক্রবার তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন,‘দুই দেশের (ভারত ও পাকিস্তান) মধ্যে খুবই বিজ্জনক সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা ঘটেছে তার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এখন নানা সমস্যার সৃষ্টি হয়েছে।’

পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসলামাবাদের সাথে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে ওয়াশিংটন।

হোয়াইট হাউজের একটি অনুষ্ঠানে চীনের সাথে বাণিজ্য আলোচনা নিয়ে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাকিস্তান ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, গত স্বল্প কিছুদিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন ঘটেছে এবং ইসলামাবাদের সাথে বেশ কয়েকটি বৈঠকেরও আয়োজন করতে পারে ওয়াশিংটন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আফগান শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তাকে জানিয়েছেন মার্কিন দূতরা।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারী সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানস্তান বিষয়ক বিশেষ শান্তি দূত জালমে খলিলজাদের সাথে পরবর্তী রাউন্ডের বৈঠকে বসবেন তালেবান প্রতিনিধিরা। কাতারে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে আফগান শান্তি প্রক্রিয়ায় আফগান সরকারের অংশগ্রহণ বরাবরই প্রত্যাখান করে এসেছে তালেবান বিদ্রোহীরা। আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হিসেবে আখ্যা দিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top