লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে লাহোর কালান্দার্সে অন্তর্ভূক্ত করা করা এটি পিএসএল ফাঞ্চাইজিদের জন্য অনেক মূল্যবান পাওয়া।’
ক্রিকেট পাকিস্তানের সাথে এক সাক্ষাৎকারে ফখর জামান বলেন, ‘ডি ভিলিয়ার্সের উপস্থিতিতে দল ব্যাপকভাবে উপকৃত হয়েছে এবং তার হাতে দলের নেতৃত্ব অনেক শক্তিশালী হয়েছে। যদিও তাকে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ হাফিজের ইঞ্জুরির কারণে দলে নেওয়া হয়েছে।’
জামান বলেন, ‘ডি ভিলিয়ার্স ক্রিকেট জগতের একটি বড় নাম। তাকে দলে পাওয়া অনেক বড় ব্যাপার। তার থেকে আমরা অনেক কিছু শিখি। যদিও মোহাম্মদ হাফিজকে হারানো দলের জন্য বড় আঘাত ছিল। তবে পেশাদার ক্রিকেটে এমন সমস্যা হয়ে থাকে। আর মোকাবেলার প্রস্ততিও রাখা উচিত।’
পিএসএলে নিজের খেলা সম্পর্কে এই এই টপ অর্ডার বলেন, ‘আমি চেষ্টা করি দীর্ঘ সময় ব্যাট করে নিজের দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে।’
পিএসএলের চতুর্থ আসরে এবার ৮ ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া নিয়ে ফখর জামান তার ভাবাবেগ শেয়ার করেন ‘পাকিস্তান ক্রিকেট’র সাথে। ফখর বলেন, ‘পাকিস্তানে খেলা হচ্ছে এবার এটি ভেবে আমরা সবাই অভিভূত। পাকিস্তানে আমরা শুধু ঘরোয়া ক্রিকেট খেলতে পারি এছাড়া কিছু নয়, এবার ঘরের মাটিতে পিএসএল অনুষ্ঠিত হওয়া অনেক কিছু পাওয়ার মধ্যে পছন্দের অংশ হলো এটি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে এই বামহাতি ব্যাটসম্যানের পারফরম্যান্স আশানূরূপ ছিলো না একদমই। তিনি নিজেও কিছুটা হতাশ এ বিষয়ে। নিজের ফর্ম নিয়ে ফখর বলেন, ‘আফ্রিকার মাঠ ও পরিবেশ সম্পর্কে আমার অভিজ্ঞতা কম ছিলো। তবুও চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।’
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরে নিজের ভূমিকা সম্পর্কে ফখর বলেন, ‘দলকে ভালো অবস্থানে নিতে আমি তৈরী।’