শেষ বলের ছক্কায় জিতল কোয়েটা

অধিনায়ক সরফরাজ আহমেদের হাফ সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান সুপার লিগে শনিবার দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। শেষ বলে মীমাংসা হওয়া ম্যাচে তারা ৩ উইকেটে হারিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল লাহোর কালান্দার্সকে।

এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তোলে লাহোর। দলের পক্ষে অধিনায়ক ভিলিয়ার্স সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া সোহাইল আখতার ২৯ ও ডেভিড ওয়াইজ ২০ রান করেন। কোয়েটার বোলাদের মধ্যে গোলাম মুদাসসর ৩ উইকেট নেন ২১ রানে।

জবাব দিতে নেমে সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ থাকার পরেও ‍শুরুটা ভালো হয়নি কোয়েটার। শেন ওয়াটসন, রাইলি রুশো, ওমর আকমলের মতো তারকা ব্যাটসম্যানরা ছিলে ব্যর্থ। তবে ওপেনার আহসা আলীর ৪০ ও অধিনায়ক সরফরাজ আহমেদের অপরাজিত হাফ সেঞ্চুরিতে(৫২) ভর করে দলটি কষ্টার্জিত জয় পায়। সরফরাজ ৩৬ বলে ৫২ রানের ইনংস খেলে ম্যাচ সেরা হন।

ম্যাচের শেষ ওভারটি ছিলো নাটকীয়তায় ভরা। ছয় বলে দরকার ছিলো ৭ রান। কিন্তু প্রথম বলেই আনোয়ার আলীকে তুলে নেন ডেভিড ওয়াইজ। পরের চার বলে কোন বাউন্ডারি হয়নি। শেষ বলে দরকার ২ রান। কিন্তু সরফরাজ আহমেদ সরাসরি বল গ্যালারিতে উড়িয়ে পাঠাতে দেরি করেননি। ছক্কা। ৩ উইকেটে ম্যাচ জেতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top