ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলগামী একটি বাস দুর্ঘটনায় খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে নগরকান্দা উপজেলার মহিলা রোড সংলগ্ন ডাবল ব্রিজের নিকট এসে চালক বাসটির (ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহত বাসযাত্রীরা জানান, তারা ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরসে অংশ নেয়ার জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে এসেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রওনা হন।