কেশবপুরে শুক্রবার বিকেলে সেচ পাম্পের সুইস দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে খিরোদ মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা মিজানুর রহমান (৩৮) গুরুতর আহত হন। আহত মিজানুরকে প্রথমে কেশবপুর হাসপাতাল ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে উপজেলার পরচক্রা বিলের সেচ মেশিনের সুইস দিতে গিয়ে সীমান্তবর্তী তালা উপজেলার কলাগাছি গ্রামের নগেন মন্ডলের ছেলে খিরোদ মন্ডল বিদ্যুৎষ্পৃষ্ট হয়। এ সময় সাথে থাকা কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের জামির আলী গাজীর ছেলে মিজানুর রহমান তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে খিরোদ মন্ডলকে এলাকাবাসী উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।