রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আজ শুক্রবার সকালে শহরের বড় বাজারে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- দত্ত ইলেকট্রনিক্স, মেধা স্টোর, সোহানা কসমেটিক্স ও রিয়াজ স্টোর।
জানা যায়, প্রথমে রিয়াজ স্টোর নামে একটি কসমেটিক্সের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে রিয়াজ স্টোর নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের আরও ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।