লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ কে এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাবীবুর রহমান নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৮৯ ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুর রহীম, মো: হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুনতাসিমুল হোসেন মুন্নু, ফজলে রাব্বী, পাঠাগার সম্পাদক সামছুদ্দিন হিমেল, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবর, সদস্য যথাক্রমে কামরুল হাসান রনি, জোবায়ের আল মামুন অনিম, বেলায়েত হোসেন অরিফ, মো: রিয়াজ উদ্দিন, সাজ্জাদ হোসেন দিপু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট এম এ মতিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট সামছুদ্দিন মোল্লা ও অ্যাডভোকেট রতন লাল ভৌমিক দায়িত্ব পালন করেন।
নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুসহ জেলার রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।