মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঁঝি, অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।