কী পেলেন মাশরাফি?

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল-অর্ডার মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ১০২ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। তাই সিরিজে হোয়াইটওয়াশ হলেও, সাব্বিরের সেঞ্চুরিটি বাংলাদেশের প্রাপ্তি বলে মনে করেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য ৩৩১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে ২ দশমিক ১ ওভারে ৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ইকবাল-সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার লিটন দাস ১ রান করেন। শুরুর ধাক্কা সামলে ৩৮ রানের জুটিও গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ৬১ রানের মধ্যে বিদায় হন দু’জনেই। ফলে প্রথম দু’ম্যাচের মতো এবারও এক শ’র আগে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৯৪ রানে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৯৩ রানে ৫ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। ১০০ রানের আগে ৫/৬ উইকেট হারানোটা এবারের সিরিজে অভ্যাসে পরিনত করেছিল টাইগাররা। এরপর ঘুড়ে দাড়ানোর চেষ্টা করেও সফল হয় তারা। অবশ্য ম্যাচ জয় আর সম্ভব হয়নি। প্রথম ম্যাচে ঘুড়ে দাড়াতে নেতৃত্ব দেন মোহাম্মদ মিথুন। আজ দেন সাব্বির। মিথুন দু’ম্যাচে হাফ-সেঞ্চুরিতে থামলেও সেঞ্চুরি তুলে নেন সাব্বির। তাই সিরিজের শেষ ম্যাচ হেরে হতাশ হলেও সাব্বিরের সেঞ্চুরিকে প্রাপ্তি হিসেবে দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘সাব্বির দুর্দান্ত সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটাই আমাদের জন্য ইতিবাচক প্রাপ্তি।’

নিউজিল্যান্ড ইনিংসে ৩৫ ওভার পর্যন্ত দল লড়াইয়ে ছিল বলে মনে করেন মাশরাফি। কিন্তু শেষদিকে জেমস নিশামের ২৪ বলে ৩৭ রান ম্যাচের পরিস্থিতি পরিবর্তন করে দেয় বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘বোলিংয়ে ৩৫তম ওভার পর্যন্ত আমরা ভালোভাবে লড়াইয়ে ছিলাম। এরপর প্রয়োজনের সময়ে আমরা উইকেট নিতে পারিনি। শেষদিকে তারাও ভালো ব্যাট করেছে। বিশেষ করে নিশামের ব্যাটিংয়ের কারণে পিছিয়ে গেছি আমরা। এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ।’
সূত্র : বাসস

সেঞ্চুরিতে বাজিমাত সাব্বিরের
দুর্দান্ত সেঞ্চুরিতে বাজিমাত করেছেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের দু’জন আছেন। এরা হলেন- সাব্বির রহমান ও মোহাম্মদ মিথুন। বাকি তিনজন নিউজিল্যান্ডের। বুধবারের সেঞ্চুরির সুবাদেই সাব্বির দুই নম্বর স্থানে ওঠে এসেছেন।

৩ ম্যাচের ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ২৬৪ রান করে এই তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১১৭ রান করেন তিনি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে ১১৮ রান করেন গাপটিল। তবে তৃতীয় ম্যাচে ২৯ রানের বেশি করতে পারেননি গাপটিল। তারপরও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন গাপটিল।

তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন সাব্বির। ১টি সেঞ্চুরিতে ১৫৮ রান করেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে ১৩ ও ৪৩ রান করেন তিনি। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাকিয়েছেন সাব্বির। ১০২ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিলো সাব্বিরের প্রথম সেঞ্চুরি।

তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের রস টেইলর ও হেনরি নিকোলস। টেইলর ১৩৫ ও নিকোলস ১৩১ রান করেন। ২ ম্যাচে ১১৯ রান করে তালিকার পঞ্চমস্থানে রয়েছেন মোহাম্মদ মিথুন। ইনজুরির কারনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি মিথুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top