রাজবাড়ী জেলা সদর থেকে মধুসূদন কর্মকার (৭০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। তিনি রাজবাড়ী সদরের লক্ষীকোল এলাকার হরিপদ কর্মকারের ছেলে।
পরে এ ভুয়া ডাক্তারকে রাজবাড়ীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম ত্রিশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন।
র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উক্ত ভুয়া ডাক্তার মধুসূধনকে আটক করে।
র্যাব জানায়, উক্ত ভুয়া ডাক্তার চিকিৎসাশাস্ত্রে কোনো প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারণামূলক ভাবে নিজেকে আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন।
ভুক্তভোগী সেবাগ্রহিতারা প্রতারিত হয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করলে র্যাবের একটি বিশেষ দল রাজবাড়ী সদর থানাধীন লক্ষীকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।