ক্রাউন প্রিন্সের জন্য প্রটোকল ভাঙলেন মোদি

ভারত সফরে এলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে আসার আগে সদ্য পাকিস্তানে সফর করেছিলেন ক্রাউন প্রিন্স।

মঙ্গলবার বিমানবন্দরে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হয় সৌদির যুবরাজকে। তাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছন নরেন্দ্র মোদি।

দু’দিনের ভারত সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পুলওয়ামা ঘটনার আবহে ইসলামাবাদে গিয়ে ইমরান খানের সরকারের যে ভাবে ভূয়শী প্রশংসা করেন মোহাম্মদ বিন সালমান, এ দিন নয়া দিল্লি পৌঁছনোর পর কী বার্তা দেবেন, সে দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলের।

তবে, ভারতের এই বহুকালের মিত্রদেশের সঙ্গে কেন্দ্রের বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। ইমরান খানের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ সৌদির যুবরাজ ২ হাজার মার্কিন ডলারের উপঢৌকন দেয় পাকিস্তানকে। সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানের সক্রিয়তার ভূয়শী প্রশংসা করেন তিনি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ নি সালমান বলেছিলেন, ”দু’দেশেই সন্ত্রাসবাদ সমস্যায় জর্জরিত। শান্তিপূর্ণভাবে মতানৈক্য দূরে সরিয়ে মোকাবিলা করতে হবে”।

সৌদির ‘স্ট্র্যাটিজি পার্টনারের’ তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষে দু’দেশের বাণিজ্য হয় ২৭৪৮ কোটি ডলার, যা মোদি সরকারের আমলে নজিরবিহীন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সৌদি আরবে কর্মসূত্রে প্রায় ২৭ লাখ ভারতীয় বসবাস করেন। প্রতি বছর দেড় লক্ষের বেশি ভারতীয় হজ যাত্রায় যান। সৌদির সঙ্গে ভারতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করতে ২০১৬ সালে ইতিবাচক বার্তা দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top