দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মিজানুর রহমান (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে চিরিরবন্দর এলএসডি গোডাউন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও চিরিরবন্দর এলএসডি গোডাউন পাড়ার সাইকেল মেকানিক ওয়াহেদুল ইসলামের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিজানুরের মা মিনারা বেগম তাকে লেখাপড়া না করার জন্য বকা দেন। এতে সে অভিমান করে তার শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চিরিরবন্দর থানা পুলিশের ওসি হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।