ঢাকাSunday , 2 February 2025
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‍্যাব

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে ক্লুলেস হত্যার এক জটিল মামলা অবশেষে সমাধান হয়েছে। র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার একমাত্র আসামি মেহেদী হাসান সিনু ওরফে গোলাম মেহেদীকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বাংলাদেশ পুলিশের পোশাক, র‍্যাংক ব্যাচ, বুট, রেইনকোট, নেমপ্লেটসহ মোট ১৭টি সামগ্রী উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করে যে, নিহত মারুফা (২৯) নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করার সময় মেহেদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেহেদী বিবাহিত হলেও মারুফার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যান।

এদিকে গত বছরের ১১ সেপ্টেম্বর মারুফা তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেহেদীর ময়মনসিংহের ভাড়া বাসায় চলে আসেন এবং মেহেদীকে বিয়ের জন্য চাপ দেয়। পরে গত ১৪ সেপ্টেম্বর রাতে মারুফাকে গৌরীপুরের ফতেপুর গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে গৌরীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করলেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় মরদেহ আঞ্জুমানে দাফন করা হয়। অজ্ঞাত পরিচয়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ তদন্তের পর সিপিএসসি টিম মামলার রহস্য উদঘাটন করে এবং মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৪ এর সিইও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, অতীত থেকে শিক্ষা নিয়ে র‍্যাবকে নতুন করে সাজানো হচ্ছে। র‍্যাব সর্বদা মানুষের অধিকার নিয়ে কাজ করবে। এসব ক্রাইমসহ যেকোন ধরণের নাশকতার বিরুদ্ধে র‍্যাব সর্বদা প্রস্তুত আছে। ক্লুলেস হত্যার একমাত্র আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।