ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় বিপুল পরিমাণ নকল ভ্যাটেরিনারি ওষুধ উদ্ধার ও ধ্বংস করেছে সেনাবাহিনী।
সোমবার দুুপরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় কাচিঝুলি ইটাখলা সড়কের মধুরিমা নামে একটি আবাসিক ভবনের “এপি এগ্রো” নামে একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নকল ভ্যাটেরিনারি ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ৩০,০০০ টাকা জরিমানা করে এবং কারখানাটি বন্ধ ঘোষণা করে । পরে উদ্ধারকৃত সমস্ত নকল ওষুধ ধ্বংস করে দেওয়া হয়।