স্টাফ রিপোর্টার: ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সৈরাচার সরকারের পতন হয়েছে। হাজরো ছাত্র জনতার প্রাণের বিনিময়ের এই বিপ্লবে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র দেশের ১৮কোটি মানুষকে সাথে জামায়াত রুখে দেবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ময়মনসিংহ মহানগর জামায়তের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ একথা বলেন।
“আজ শুক্রবার (১৩ সেপ্টম্বর) সকাল ০৯ টায় ময়মনসিংহ টাউন হলে (তারেক স্মৃতি অডিটোরিয়ামে) মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আমীর মোঃ আবদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সংগ্রামী ভাই ও বোনেরা এক পরিবর্তিত পরিস্থিতিতে আজকের রুকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামীন কালামে হাকিমে স্পষ্ট বলেছেন, সমস্ত রাজ্য এবং রাজত্বের মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। তিনি যাকে ইচ্ছে রাজত্ব দেন আবার ইচ্ছা হলে রাজত্ব কেড়ে নেন। এর বাস্তব নমুনা আমরা দেখেছি গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে। বিগত ১০৭ বছরের ইতিহাসে পৃথিবীর এমন অনেক স্বৈরশাসকের পতন ঘটেছে। ১২০৫ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এই ১২০০ বছরের ইতিহাসে পাক ভারত তথা উপমহাদেশের অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি , ১৯৬৯ সালের গণ আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এভাবে পাক-ভারত ইতিহাসের অনেক রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ। কিন্তু ১২শ বছরে কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী বা সরকার প্রধান পালিয়ে যাবার কোন ইতিহাস বাংলাদেশের মানুষ দেখেনি। ১২শ বছর পূর্বে লক্ষণ সেন পালিয়ে ছিল আর ১২শ বছর বছর পর আরেকটি ঘটনা ঘটলো। যিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি গর্ব করে বলতেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। তিনি জনতার আন্দোলনের সাথে পালিয়ে গেলেন এই দেশে থাকার সাহস দেখাতে পারলেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামীন দেখিয়ে দিলেন, পৃথিবীতে ক্ষমতার আগমন নির্গমন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। যে রাব্বুল আলামীন এই মহান সিদ্ধান্ত নিয়েছেন, সেই মহান রাব্বুল আলামীনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের মানুষ ৫ আগস্ট যা দেখেছে বিশ্বের ইতিহাসে এটি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা। কারণ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সাড়ে ১৫ বছর যাবত আন্দোলন করে যে স্বৈরশাসককে টলাতে পারেনি, যে স্বৈরশাসক হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যে স্বৈরশাসক কোন কিছুর তোয়াক্কা না করে এদেশের জনপ্রিয় নেতাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, সেই স্বৈরশাসকের পতন মাত্র ১৯ দিনের মাথায় হবে একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পৃথিবীর কোন ব্যক্তি এটি কল্পনা করে নাই। শেখ হাসিনাও এটি কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামীন এই অসাধ্য সাধন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া চলছে। পৃথিবীর কোন চোর ডাকাতের ইখতিয়ার নেই বাংলাদেশের টাকা আত্মসাৎ করার। বিগত সময়ে জামায়াতের দুইজন মন্ত্রীর সততা ও যোগ্যতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা সারা বিশ্বে নজির প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সরকার পরিচালনায় সবেক আমীরে জামায়াত মাওলানা নিজামী এবং সেক্রটারি জেনারেল আলী আহসান মো: মুজাহিদের কোন তুলনা হয় না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জামাতে ইসলামী দৃষ্টান্ত স্থাপন করেছে , অতএব সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের জনগণ জমায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রটারি ড. সামিউল হক ফারুকী বলেন, আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করতে চাই। মানুষের মন জয় করে তাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই।এজন্য রুকনদের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়তে হবে।ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, ইউনিট দাওয়াত ইউনিট বৃদ্ধি করতে হবে।
রুকন সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহ. সেক্রটারি আনোয়ার হাসন সুজন, মাহবুবুল হাসন শামীম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান। বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমীরগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।