গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধি : নিখোঁজের ৪১ দিনেও সন্ধান মিলেনি গৃহবধূ আরিফা খাতুনের (২২)সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের মোঃ আলাল উদ্দিনের মেয়ে।
৬ বছর আগে ময়মনসিংহ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কাশেম(২৭) এর সাথে বিয়ে হয় আরিফা খাতুনের।
গত ১৪ মার্চ আনুমানিক দুপুর তিনটায় ঢাকার বসিলা,উত্তর মুভা সিএনজি স্টেশন এলাকা থেকে ৪ বছরে কন্যা কাইফা সহ নিখোঁজ হয় আরিফা,নিখোঁজের পরের দিন মোহাম্মদ থানায় জিডি করেন আরিফার মা মমতা বেগম। নিখোঁজের ৪১ দিনেও মেয়ের সন্ধান না পেয়ে চিন্তিত ও হতাশ হয়ে পড়েছেন আরিফার পরিবারের সদস্যরা।
আরিফার পরিবার জানায়,বিয়ের পর থেকে যৌতুকের জন্য আরিফার স্বামী আরিফাকে নির্যাতন করতো।মেয়ের সুখের জন্য ধারদেনা করে ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল তবুও নির্যাতন কমেনি জন্য পরে ২০২০ সালে ময়মনসিংহ আদালতে যৌতুক নিরোধ আইনে মামলাও করেন তারা।এই নিখোঁজের পেছনে আরিফার শ্বশুর বাড়ীর লোকজনের হাত থাকতে পারে বলে জানান তারা।
এই বিষয়ে জানতে চাইলে নিখোঁজ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার এসআই লিটন মাতব্বর বলেন,আরিফার মা মমতা বেগম থানায় এ ব্যাপারে একটি জিডি করেন,এই বিষয়ে তদন্ত চলছে।