গফরগাঁওয়ে নিউমোনিয়ায় স্কুলছাত্রের মৃত্যু

Gafargaoun-Studen-Died

ময়মনসিংহের গফরগাঁওয়ে হুসেন আহম্মেদ (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হুসেন আহম্মেদ উপজেলার উথুরী গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। সে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার থেকে হুসেন আহম্মেদের শরীরে হালকা জ্বর ছিল।

বৃহস্পতিবার ইফতারির সময় হঠাৎ খিঁচুনি শুরু হলে হুসেনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুসেন মারা যায়। উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া ফেরদৌসি বলেন, রাত আড়াইটার দিকে হুসেনের মৃত্যুর খবর পেয়েছি। পঞ্চম শ্রেণিতে হুসেন আমার ছাত্র ছিল। ছাত্র হিসেবেও ভালো ছিল। খুবই খারাপ লেগেছে। আমার ছেলের মতোই ওকে আদর করতাম।

Share this post

scroll to top