মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল রোববার বিকালে কলেজের এক ছাত্রীকে ইভটিজিংয়ে অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার চালক মো: বাবুল মিয়াকে (৩০) দশ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া গ্রামের আব্দুল মতিন মোল্লার বিবাহিত ছেলে অটোরিকশা চালক মো: বাবুল মোল্লা স্থানীয় একটি কলেজে আসা-যাওয়ার পথে প্রায় প্রতিদিন এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো।
ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবুলকে আটকের পর গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে বাবুলকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন।
গজারিয়া থানার এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।