জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জে.ইউ.এম।
রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজীব আশরাফ (করোতোয়া), জয়নাল আবেদিন (ঢাকা টাইমস), সাজ্জাতুল ইসলাম সাজ্জাত (নয়াদিগন্ত), সিরাজুল ইসলাম (জনতা), মাসুদ রানা (এনটিভি), আব্দুস সাত্তার (দিনকাল), রাসেল হোসেন (আমার সংবাদ), আব্দুল হালিম (সম্পাদক, আলোকিত ময়মনসিংহ), কামরুজ্জামান লিটন (দিনকাল), জহির রায়হান (আজকের খবর), ফয়জুর রহমান ফরহাদ (খবরপত্র), এ টি এম হুমায়ুন কবীর (মুভিবাংলাটিভি), খোকন সাহা (মহুয়া টিভি), আবু সাঈদ (চ্যানেল আই), রাসেল হোসেন (ডিবিসিটিভি), আতিক হাসান (দিগন্ত বাংলা), শফিকুল ইসলাম (দেশের খবর), কামাল হোসেন (অবজারভার, ত্রিশাল), মুমিনুল ইসলাম মানিক (সাপ্তাহিক লৌহিত্য), সুমন ভট্টাচার্য (আমাদের কণ্ঠ), সামদানী হোসেন (সোনালী খবর), হুমায়ুন কবীর লোটাস (দেশবার্তা), ইমরান হামিদ (সাপ্তাহিক প্রসর) প্রমুখ। বক্তারা নাদিম হত্যাকারিদের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান। ##