“প্রতিদিন বইমেলা প্রতিজনে একটি বই” এই শ্লোগানকে ধারন করে আলোঘর প্রকাশনা সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেছে একদিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা। শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলোঘর কার্যক্রমের এই উদ্যােগ। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারী পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হবে।
যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হবে সেসব প্রতিষ্ঠানগুলো হলো- ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়, বিদ্যানিকতন ময়মনসিংহ, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ময়মনসিংহ, আফরোজ খান মডেল স্কুল, সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুল , পলিটেকনিক কিন্ডারগার্টেন।