ঢাকাFriday , 13 January 2023
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সড়কে প্রাণ গেল ময়মনসিংহের যুবকের

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএসজি-অটোভ্যান সংঘর্ষে মোস্তাফিজার রহমান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি নওগাঁ ১৬ ব্যাটালিয়নে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আলম। তিনি বলেন, রাত সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের ঘোড়াঘাটগামী একটি সিএনজি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিযাত্রী হাবিলদার মোস্তাফিজার রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আহত হন সিএনজির আরও অন্তত ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি ও অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।