নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত দিয়ে আনা চোরাই সুপারি ভাগাভাগি নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে হেলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি তারানগর গ্রামের ফালু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, কলমাকান্দা সীমান্ত এলাকায় চোরাইপথে ভারত থেকে সুপারির বস্তা পরিবহনের সময় ভাগাভাগি করাকে কেন্দ্র করে কাঁঠালবাড়ি এলাকার পাহাড়ি শ্রমিকদের সঙ্গে বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে হেলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া ২ থেকে ৩ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।