উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে পদত্যাগ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পূর্বসূরি বরিস জনসনের কাছ থেকে দায়িত্ব নেয়ার মাত্র ৪৪ দিন পর তাকেও বিদায় নিতে হলো। এর মধ্য দিয়ে তিনি হলেন বৃটেনের ইতিহাসে ক্ষমতায় থাকা সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের ১৯২২ কমিটি ও এর চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডিকে ১০ ডাউনিং স্ট্রিটে ডেকে নেন তিনি। তাদের সঙ্গে বৈঠকের পরই ডাউনিং স্ট্রিট থেকে বিবৃতি দেয়া হয়। এতে মিস লিজ ট্রাস বলেন, মারাত্মক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে আমি ক্ষমতায় এসেছিলাম। কীভাবে বিল পরিশোধ করবেন তা নিয়ে পরিবারগুলো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল উদ্বিগ্ন। এ পরিস্থিতির পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও যুক্ত করেন, আমরা বিদ্যুৎ বিলের বিষয়ে পরিষেবা দিয়েছি। যে ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তা পূরণ করতে পারেননি বলে স্বীকার করেন তিনি।
লিজ ট্রাস বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নেতা নির্বাচন করা হবে। এর মাত্র ২৪ ঘণ্টার কিছু কম সময় আগে তিনি বুধবার হাউজ অব কমন্সে এমপিদের কাছে বলেন, তিনি একজন লড়াকু, ছেড়ে যাওয়ার মানুষ নন। কিন্তু তিনি কথা রাখতে পারলেন না। তাকে পদত্যাগ করতেই হলো।
বিস্তারিত আসছে…