দুর্গাপুরে ভেজা বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে উত্তোলিত ভেজা বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদিয়া ইসলাম সীমা।

এ অভিযানে ৯ টি মামলায় ৯,০০০ টাকা জরিমানা করা হয় ও ভেজা বালু পরিবহনকারীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ অভিযানে সহযোগিতায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।

Share this post

scroll to top