কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন থেকে বিশ্ব ইজতেমাগামী হানিফ পরিবহনের একটি বাসে সিলিন্ডারভর্তি ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় সরওয়ার আলম নামে এক পাচারকারীকে আটক করা হয়।
শনিবার রাত আটটার দিকে ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়। আটক সরওয়ার আলম টেকনাফের মধ্যম হ্নীলার কমবনিয়ার দুধুমিয়ার পুত্র।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, দ্বিতীয় ধাপে চলা বিশ্ব ইজতেমাগামী একটি বাসে গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি এসব ইয়াবা ঢাকার একটি চক্রের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন।