বগুড়া জেলা আ’লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ইন্তেকাল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রোববার ভোর রাত ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে তিনি অসুস্থ হলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রথম নামাজে জানাযা বাদ জোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ও দ্বিতীয় জানাযা সদরের মানিক চক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ তার গ্রামের বাড়ী সদর উপজেলার কদিমপাড়ায় দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মুত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেখার জন্য নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা শজিমেক হাসপাতাল, দলীয় কার্যালয়, বগুড়া প্রেসক্লাব ও বাসভবনে ভিড় করেন।

তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, বগুড়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top