নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহন হয়েছেন আরও একজন।
উপজেলার জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে তারা মারা যান বলে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম জানান।
নিহতদের মধ্যে একজন হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাহরাবাজার এলাকার নূর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। অপরজনের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।
পরিদর্শক নূরুল বলেন, দুর্গাপুর থেকে একটি বালুবোঝাই ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটির পেছন পেছন এক মোটরসাইকেলে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন তিনজন। পথে কংস নদের সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পেছন দিকে যেতে থাকে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন মারা যান।
তাছাড়া মারুফা খাতুন নামে মোটরসাইকেলের অপর আরোহী ছিটকে পড়ে প্রাণে রক্ষা পান বলে জানান পরিদর্শক।
পরিদর্শক বলেন, আনোয়ার তার খালাত বোন মারুফাকে গেীরীপুর থেকে দুর্গাপুরে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে ভাড়া করা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালককে ধরতে পারেনি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক।