সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ছাত্র রাজনীতির পাশাপাশি স্বাস্থ্য, নৈতিক শিক্ষা, নিয়ম শৃঙ্খলা শিক্ষা, সাংস্কৃতি বিষয়ক শিক্ষা, শারীরিক ব্যায়াম ও খেলাধুলা ইত্যাদি বিষয় গুলো অপরিহার্য। তাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগর এর সকল নেতৃত্ববৃন্দকে নিয়ে আজ শুক্রবার একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। খেলা শেষে সবার মাঝে মেডেল এবং সেরা খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক সহকর্মী এক সময় একে অপরকে নিজ মায়ের পেটের ভাই মনে করতো। কিন্তুু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার উল্টো। রাজনৈতিক সহকর্মী মারা যাচ্ছে অন্যায়ভাবে, কিন্তুু ছাত্র সমাজ নিরব ভূমিকা পালন করসেন। পূর্বের ছাত্র সমাজ এর সেই ঐক্য টা ফিরিয়ে আনার জন্য আমি মনে করি নিয়মিত খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন গুলোর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। তাহলেই এদেশের ছাত্র সমাজ আগের সেই সোনালি সময়টা ফিরে পাবে। আমরা ভিন্ন ভিন্ন ছাত্র সংগঠনের হলে ও আমাদের উদ্দেশ্য কিন্তুু প্রায় একই।