সম্মেলন ছাড়া ও আত্মীয়করণের মাধ্যমে ময়মনসিংহে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জেলা কমিটি গঠনের অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা আহমেদ, সাবেক জেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিনার, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়কমোফাখর হোসেন খোকন, সাবেক প্রচার সম্পাদক সুমন তাজসহ মহানগর ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন, গত ২৮ জুলাই ময়মনসিংহ জেলা কমিটি ভেঙে দিয়ে একটি মামলার আসামিকে সভাপতি করা রাজপথে যারা কখনো কোন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনি এবং জোট সরকারের নির্যাতিত সাবেক ছাত্রনেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে।