পাকিস্তানের বেলুচিস্তানে সোমবার রাতে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং এ দুর্ঘটনায় একজন শীর্ষ সেনা কমান্ডারসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
লাসবেলা জেলার মুসা গোথের সাথে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
সশস্ত্র বাহিনীর গণসংযোগ বিভাগ থেকে টুইটারে জানানো হয়েছে, ল্যাফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলিসহ ছয়জন সেনা অফিসার ও সদস্য এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এতে আরো বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বেলুচিস্তানের লাসবেলায় বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানোর এক পর্যায়ে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারায়। বিমানটিতেই ওই ছয়জনই ছিলেন।
পুলিশ সূত্র জানায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয় সেটি ছিল একটি পাহাড়ি এলাকা। সেখানে কোনো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বিধায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা খুব কঠিন হয়ে পড়েছে।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, সেখানে কেবল পাঁয়ে হেঁটে, মোটরসাইকেলে বা বিমান যোগাযোগের মাধ্যমে সেখানে যাওয়া যায়।
সূত্র : ডন