নানা আয়োজন ময়মনসিংহে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার দুপুরে নগরীর বিপিন পার্কে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ। মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত দিবসটির উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম। এসময় মমহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামূল হক টিটু, মহানগর স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ইমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা শেষে কেক কেটে নেতাকর্মীরা দিবসটি উদযাপন করেন।
এদিকে নগরীর টাউন হল মোড়ে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম সানি। পরে তার নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় টাউনহলে এসে র্যালীটি শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।