ময়মনসিংহের গৌরীপুরে আবুল কালাম (৫৫) হত্যা মামলায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। জায়েদুর রহমান উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে জামিন আবেদন করলে ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, জায়েদুর রহমান উচ্চ-আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন আবেন মঞ্জুর না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ জুন সন্ধ্যার পর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে খাটের মজুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পরদিন নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে গৌরীপুর থানায় জায়েদুর রহমানসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে মামলা করেন।