ময়মনসিংহ মেডিক্যালে করোনায় এক নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কল্পনা রানী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

বুধবার (২০ জুলাই) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, কল্পনা রানী শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন দুই জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় জন।

এদিকে সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের শতকরা হার ১০। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ২৮৯ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৭৭ জন।

Share this post

scroll to top