এরদোগানকে খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সিরিয়ায় নতুন করে কোনো সামরিক অভিযান চালনা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানকে। তিন জাতি সম্মেলনে যোগ দিতে তেহরানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনের আগে আজ মঙ্গলবার তিনি এই হুঁশিয়ারি দেন।

খামেনির উদ্ধৃতি দিয়ে তার ওয়েবসাইট জানায়, নতুন সামরিক অভিযান হবে ‘সিরিয়া, তুরস্ক ও এই অঞ্চলের জন্য ক্ষতিকর।’

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, তবে সন্ত্রাসবাদ দমনে তুরস্কের সাথে ‘অবশ্যই সহযোগিতা করবে’ ইরান। তবে সিরিয়ায় নতুন সামরিক অভিযান কার্যত সন্ত্রাসীদেরই সুবিধা করে দেবে।
তিনি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

এরদোগানকে আশ্বস্ত করার চেষ্টায় খামেনি বলেন, তুরস্ক সীমান্তের নিরাপত্তাকে নিজের নিরাপত্তাই মনে করে ইরান। তিনি বলেন, সিরিয়ার সাথে সমস্যাগুলো সংলাপের মাধ্যমে নিরসন করা উচিত।

এরদোগানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলেকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান শক্তিগুলোর মতো পাশ্চাত্যের দেশগুলো।

Share this post

scroll to top