ময়মনসিংহ শহরের চড়পাড়া এলাকার মৈত্রী নার্সিং হোমের বিল্ডিং থেকে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, নার্স স্মৃতি’র সাথে প্রেমিক সুমনের দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এদিকে রবিবার (১৭ জুলাই) বিকেলে মৈত্রী নার্সিং হোম ভবনের ৬ষ্ট তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্মৃতির লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে মৈত্রী নার্সিং হোমের পরিচালক নজরুল ইসলাম জানান, বিল্ডিংটি আমাদেরই। তবে ওই নার্সের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমি ওই নার্স বা ওই ছেলেকেও চিনি না।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ময়মনসিংহ লাইভকে বলেন, মৈত্রী নার্সিং হোম ভবন থেকে নার্স স্মৃতির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কেলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে এঘটনার পর থেকে প্রেমিক সুমন পলাতক রয়েছে।